গাজীপুর সিটি কর্পোরেশন

দলের না হয়েও আ’লীগের মনোনয়ন চেয়ে ইশতেহার ঘোষণা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৬:২২ পিএম, ২২ মার্চ ২০২৩

স্মার্ট গাজীপুর সিটি গড়ে তোলার অঙ্গীকার নিয়ে আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে আরও এক প্রার্থী ১৫ দফা নির্বাচনী প্রস্তাবনা ঘোষণা করেছেন।

মোহাম্মদ মেজবাহ উদ্দিন সরকার রুবেল নামে ওই শিল্পপতি আওয়ামী লীগের কোনো পদে না থেকেও দলের মনোনয়ন চেয়েছেন। এর আগে ২০১৩ সালে তিনি গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন।

বুধবার (২২ মার্চ) সকালে গাজীপুর মহানগরীর টঙ্গীতে একটি কমিউনিটি সেন্টারে প্রেস ব্রিফিংয়ে মেজবাহ উদ্দিন সরকার রুবেল তার ১৫ দফা প্রস্তাবনা তুলে ধরেন।

এ সময় তার সঙ্গে সাংবাদিক মাহবুবুর রহমান আরিয়ান, ব্যবসায়ী মনির হোসেন, আশরাফুল ইসলাম, ওমর আলী, ফারুক হোসেন, জয়নাল আবেদীন, নুরুল ইসলাম, হাসান আলী, সিরাজুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

আমিনুল ইসলাম/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।