অবৈধভাবে বালু উত্তোলন, দুজনকে ১০ লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৭:৩১ পিএম, ২২ মার্চ ২০২৩

ঝালকাঠির সুগন্ধা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে দুজনকে ১০ লাখ টাকা জরিমানা ও একবছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২২ মার্চ) নলছিটি উপজেলার মগড় ইউনিয়নের সুগন্ধা নদীতে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) অংছিং মারমা। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিউল আলম উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন বরিশাল সিঅ্যান্ডবি পুল এলাকার মৃত আবদুল হামিদ বেপারীর ছেলে আব্দুল হালিম বেপারী ও চরমোনাইয়ের চরহোগলা এলাকার শামসুল আলমের ছেলে মাসুম খান।

আব্দুল হালিমকে পাঁচ লাখ টাকা জরিমানা, অনাদায়ে একমাসের কারাদণ্ড এবং এক বছরের কারাদন্ড দেওয়া হয়েছে। মাসুম খানকে পাঁচ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিন কারাদণ্ড এবং ছয়মাসের কারাদণ্ড দেওয়া হয়। এসময় এক লাখ সিএফটি বালু জব্দ করা হয়।

এ বিষয়ে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি অংছিং মারমা বলেন, তারা অবৈধভাবে বালু উত্তোলন করে আসছেন খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। মগড় ইউনিয়নের সুগন্ধা নদীতে তাদের বালু উত্তোলন অবস্থায় পাওয়া যায়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী দুজনকে ১০ লাখ টাকা জরিমানা ও পৃথক মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

আতিকুর রহমান/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।