নেত্রকোনার শ্যামগঞ্জ বাজারে শতাধিক দোকান পুড়ে ছাই

নেত্রকোনার শ্যামগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্ৰণে এনেছে। তবে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অন্তত শতাধিক দোকান।
স্থানীয়রা জানান, বুধবার (২২ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে ওই বাজারের স্বর্ণপট্টি থেকে আগুনের সূত্রপাত হয়। ধীরে ধীরে আগুন ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। খবর পেয়ে নেত্রকোনা, পূর্বধলা, গৌরীপুর ও ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। পরে রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন>> বাজারে অগ্নিকাণ্ড দেখতে গিয়ে প্রাণ গেলো দুইজনের
নেত্রকোনার জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা করে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্ৰণে আনে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি।
এইচএমকামাল/ইএ