ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেলো স্কুলছাত্রের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৮:১৯ এএম, ২৩ মার্চ ২০২৩
ফাইল ছবি

ঝালকাঠির নলছিটিতে ধানক্ষেতে দেওয়া ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার (২২ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার পৌর এলাকার শীতলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার নান্দিকাঠি এলাকার বাসিন্দা রিপন খানের ছেলে জাহিদুল খান (১২) পাশের একটি ঘেরে মাছ ধরতে গিয়ে পাশের ধানক্ষেতে পড়ে যায়। এসময় সেখানে থাকা ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সে স্থানীয় নান্দিকাঠি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় বাসিন্দা জাহিদুল ইসলাম অভি বলেন, জাহিদুল খানের সঙ্গে আরও কয়েকটি ছেলে ছিল। তারা তাকে তারে জড়িয়ে ছটফট করতে দেখে বাড়িতে এসে খবর দেয়। এরপর বাড়ির লোকজন গিয়ে উদ্ধার করে এবং স্থানীয় কাউন্সিলর থানায় খবর দেন।

এ ঘটনায় ক্ষুব্ধ জনতা ধানক্ষেতের মালিক সুমন হোসেনের বাড়িতে হামলা চালায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আতাউর রহমান বলেন, ধানক্ষেতে দেওয়া বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল পাঠানো হবে। নিহতের অভিভাবকদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আতিকুর রহমান/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।