বঙ্গোপসাগরে লঘুচাপ, মোংলাসহ উপকূলে বৃষ্টি

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০১:৪৬ পিএম, ২৩ মার্চ ২০২৩

দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থানরত মৌসুমি লঘুচাপের প্রভাবে মোংলাসহ সংলগ্ন উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত হচ্ছে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে শুরু হওয়া ২০ মিনিটের বৃষ্টিতে পৌর শহরের নিচু রাস্তাঘাট ও শহরতলীর নিম্নাঞ্চলে জলাবদ্ধতা তৈরি হয়েছে।

jagonews24

সকাল থেকে আকাশ রৌদ্রজ্জ্বল থাকলেও দুপুর হতেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে। এরপর শুরু হয় মুষলধারে বৃষ্টি। এসময় বজ্রের পাশাপাশি হালকা বাতাসও বয়ে যায়। আর এই বৃষ্টিতে চৈত্রের খরতাপ থেকে স্বস্তি মিলেছে উপকূলীয় মানুষের মাঝে। গত দুই-তিনদিন থেকেই দুপুরে এমন হঠাৎ বৃষ্টিপাত হচ্ছে।

এদিকে, উপকূলে সুপেয় পানির সংকট থাকায় বৃষ্টি নামলেই শুরু হয় পানি সংরক্ষণের প্রতিযোগিতা।

jagonews24

মোংলা আবহাওয়া অফিসে ইনচার্জ মো. হারুন অর রশিদ বলেন, আগামী তিনদিন বৃষ্টি ও আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। তবে লঘুচাপের ফলে আপাতত সর্তক সংকেত জারির কোনো সম্ভাবনা নেই।

তিনি বলেন, কয়েকদিন ধরে কখনো বৃষ্টি, আবার কখনো আকাশ মেঘাচ্ছন্ন থাকায় এ এলাকায় তাপমাত্রা বাড়বে।



আবু হোসাইন সুমন/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।