ইউপি সদস্য হত্যা মামলায় বাবা-ছেলের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০৩:০১ পিএম, ২৩ মার্চ ২০২৩

মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা ইউপি সদস্য কামাল হোসেন হত্যা মামলায় বাবা-ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিদের ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ রিপতি কুমার বিশ্বাস এ রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন গাংনী উপজেলার ষোলটাকা গ্রামের মালেক জোয়াদ্দার (৬২) ও তার ছেলে আলমগীর হোসেন (৩৭)।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার বাকি ১০ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। তারা হলেন রহমত বিশ্বাস, সবাতুল্যাহ বিশ্বাস, রফাতুল বিশ্বাস, মাজেদুল জোয়াদ্দার, মাজহারুল ইসলাম, রাজু বিশ্বাস, শহিদুল ইসলাম, পিন্টু আলী, আলমগীর হোসের ও তমির।

jagonews24

মামলার এজাহারে জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ২০১৭ সালের ২৫ মে সকাল সাড়ে ৯টার দিকে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে ষোলটাকা গ্রামের কফেল উদ্দীনের বাড়িতে হামলা চালিয়ে হুমকি দিয়ে চলে যান। খবর পেয়ে কফেলের ভাই ইউপি সদস্য কামাল হোসেন বাড়ি আসছিলেন। পথে আ. মালেকের বাড়ির সামনে পৌঁছালে আসামিরা তার মোটরসাইকেলের গতিরোধ করেন। এসময় আলমগীর তার হাতে থাকা ধারালো রামদা দিয়ে মাথায় কোপ মারলে কামাল রক্তাক্ত জখম হন। তাকে উদ্ধার করে গাংনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরদিন কামাল হোসেনের ভাতিজা ফারুক হোসেন বাদী হয়ে গাংনী থানায় ১২ জনকে আসামি করে হত্যা মামলা করেন। মামলার তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা এসআই শহিদুল ইসলাম শেখ আদালতে প্রতিবেদন দাখিল করেন। মামলায় ৯ জন সাক্ষ্য দেন। দীর্ঘ শুনানি শেষে বিচারক ১২ আসামির মধ্যে দুইজনকে যাবজ্জীবন এবং অপর ১০ আসামিকে বেকসুর খালাস দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শহিদুল হক রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

আসিফ ইকবাল/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।