১০ টাকার লাউ খুচরায় ২৫-৩০

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৬:৩৭ পিএম, ২৩ মার্চ ২০২৩

তিনদিনের ব্যবধানে জয়পুরহাটের কাঁচাবাজারে সব ধরনের সবজির দাম বেড়েছে কেজিতে ১৫-২০ টাকা। এর প্রভাব পড়েছে সাধারণ মানুষের ওপর। তারা বলছেন, দিন দিন সবকিছু তাদের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।

জয়পুরহাটের নতুনহাট বাজার, সাহেব বাজার, পূর্ববাজার এলাকার কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, তিনদিন আগেও যে বেগুনের দাম ছিল ৩০-৩৫ টাকা কেজি, বৃহস্পতিবার (২৩ মার্চ) তা বিক্রি হচ্ছে ৫০-৫৫ টাকায়। করলা বিক্রি হচ্ছে ৬৫-৭০ টাকায়। তিনদিন আগেও যার দাম ছিল ৫৫-৬০ টাকা কেজি। এছাড়া পটোল ৪৫-৫০ টাকা থেকে বেড়ে ৬০-৬৫ টাকা, ৬০-৬৫ টাকার সজনে ডাঁটা ৭০-৭৫ টাকা, লেবুর হালি ২০ টাকা থেকে বেড়ে ৩০-৩৫ টাকা এবং ২০-২৫ টাকার লাউ বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকায়।

রমজান শুরুতেই বেগুনের দাম দ্বিগুণ

জয়পুরহাট সদর উপজেলার জামালপুর গ্রামের কৃষক আ. হামিদ জাগো নিউজকে বলেন, ‘আমি লাউ পাইকারি বিক্রি করেছি ১০ টাকা পিস। অথচ খুচরা বাজারে সেই লাউ বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকায়।’

তিনি আক্ষেপ করে বলেন, ‘আমরা কৃষকরা ন্যায্যমূল্য পাই না। আমাদের কাছ থেকে কিনে তারা কেজিতে ১০-১৫ টাকা বেশি দামে বিক্রি করছেন।’

রমজান শুরুতেই বেগুনের দাম দ্বিগুণ

তবে জয়পুরহাট নতুন হাটের খুচরা বিক্রেতা জাহেদুল ইসলাম জাগো নিউজকে বলেন, পাইকারিতেই আমাদের বেশি দামে কিনতে হয়। এজন্য একটু বেশি দামে বিক্রি করতে আমরা বাধ্য।

কাঁচাবাজার করতে আসা মিলন রায়হান জাগো নিউজকে বলেন, ‘গত কয়েকদিনের তুলনায় আজ সবকিছুর দাম বেশি। এভাবে দাম বাড়তে থাকলে আমরা সাধারণ মানুষ এ রমজানে কোথায় গিয়ে দাঁড়াবো?’

এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।