কালীগঞ্জে ট্রাক্টরচাপায় স্কুলছাত্র নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০১:২৪ পিএম, ২৫ মার্চ ২০২৩
ফাইল ছবি

ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় তরিকুল ইসলাম নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। একই সময় আহত হয়েছে তার চাচা মাহবুবুর রহমান। শনিবার (২৫ মার্চ) বেলা ১০টার দিকে উপজেলার শ্মশানঘাট এলাকায় ট্রলির ধাক্কায় এ ঘটনা ঘটে।

তরিকুল ইসলাম কালীগঞ্জ উপজেলার বাারোবাজার ইউনিয়নের সুবর্ণাসরা গ্রামের মৃত মিন্টু বিশ্বাসের ছেলে। সে মাঝদিয়া সুবর্ণাসারা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। আহত মাহবুবুর রহমানকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাহবুবুর রহমান জানান, সকালে ভাতিজাকে নিয়ে মোটরসাইকেলযোগে বারোবাজার যাচ্ছিলাম। ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ভাতিজা তরিকুল নিহত হয়।

সুবর্ণাসারা পুলিশ ফাঁড়ির এসআই মহিদুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।

আব্দুল্লাহ আল মাসুদ/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।