ট্রেনযাত্রীর মোবাইল ছিনতাইয়ের চেষ্টা, যুবককে গণপিটুনি

কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার সময় জুম্মন সুমন মিয়া (২৭) নামের এক ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে জনতা। পরে ওই যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
সোমবার (২৭ মার্চ) দুপুরে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার সুমন মিয়া ভৈরব পৌর শহরের ভৈরবপুর এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, রোববার (২৬ মার্চ) রাতে ভৈরব রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেনটি যাত্রাবিরতি দেয়। যাত্রীরা যখন ট্রেনে উঠছিলেন তখন সুমন মিয়া এক যাত্রীর পকেট থেকে মোবাইল ফোন নিয়ে কেটে পড়ার চেষ্টা করেন। এ দৃশ্য কয়েকজন দেখে ফেলে তাকে আটক করেন। পরে তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব-উল-হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করছেন।
রাজীবুল হাসান/এসআর/এএসএম