গাজীপুরে আগুনে পুড়লো ৭ দোকান-ঝুট গুদাম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৯:৫৬ পিএম, ২৮ মার্চ ২০২৩
ফাইল ছবি

গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকায় অগ্নিকাণ্ডে ছয় দোকান ও একটি ঝুট গুদাম পুড়ে গেছে।

মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে আমবাগ বাবুর্চি মোড়ের নছর মার্কেট এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জাগো নিউজকে বলেন, আমবাগ বাবুর্চি মোড়ের নছর মার্কেট এলাকার ঝুট গুদামে আগুন লাগার খবর পেয়ে সোয়া ৭টার দিকে গাজীপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে কাজ শুরু করে। এক ঘণ্টার চেষ্টায় রাত পৌনে ৮টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কোনো হতাহত নেই।

প্রত্যক্ষদর্শী মানিক মিয়া বলেন, সন্ধ্যা সাতটায় দিকে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেই। আগুনে বাবুল, মজিবুর, সানি, আকাশ রবিউল, জালাল, শাহাদত, রাব্বি এক্সেসরিজ দোকান ও ঝুট গুদাম পুড়ে গেছে। এছাড়া আশপাশের কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

মো. আমিনুল ইসলাম/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।