ভোলায় লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০২:১৮ পিএম, ৩০ মার্চ ২০২৩
ফাইল ছবি

ভোলার মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় চার জেলেসহ একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে ঘটনার কিছুক্ষণ পরে সব জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া জেলেরা হলেন মো. হিরণ মাঝি (৪০), জাকির মাঝি (৩৫), জামাল মাঝি (৩৬) ও হিরণ মাঝি (২৮)। তারা সবাই ধনিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মিলবাজার এলাকা বাসিন্দা বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের নাছির মাঝি গ্রামের মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

নাছির মাঝি মৎস্যঘাটের ব্যবসায়ী মো. এরশাদ ফরাজী বলেন, সকালের দিকে হিরণ মাঝির নেতৃত্বে জাকির মাঝি, জামাল ও হিরণ ট্রলার নিয়ে মেঘনা নদীর নাছির মাঝি এলাকায় আসলে ঢাকাগামী এমভি টিপু লঞ্চের সঙ্গে ট্রলারটির ধাক্কা লাগে। এতে ট্রলারটি দুমরে-মুচড়ে চার জেলেসহ ডুবে যায়। পরে চিৎকার শুনতে পেয়ে স্থানীয় জেলেরা তাদের সবাইকে জীবিত উদ্ধার করেন।

ভোলার ইলিশা নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখতার হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, জেলেদের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জুয়েল সাহা বিকাশ/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।