আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বেলুন বিক্রেতার মৃত্যু


প্রকাশিত: ০৬:৪৪ পিএম, ০৪ মার্চ ২০১৬

আশুলিয়ায় একটি পিকনিক স্পটে ব্যালুন ফুলানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে রবিউল ইসলাম (৩০) নামে এক বেলুন বিক্রেতার মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে আশুলিয়ার ইয়ারপুর এলাকার বর্ণচ্ছটা পিকনিক স্পটে এ ঘটনা ঘটে। তিনি রংপুর জেলার বিষ্ণুপুর এলাকার জমির উদ্দিনের ছেলে। সাভার পৌর এলাকার মালঞ্চ মহল্লায় পরিবার নিয়ে ভাড়া থেকে ব্যালুন বিক্রি করে জীবিকা নির্বাহ করতো।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) অভিজিত চৌধুরী জানান, ওই পিকনিক স্পটে ফুলতলা সমবায় সমিতির সদস্যরা পিকনিকে আসে। পরে সেখানে বেলুন বিক্রেতা রবিউল বেলুন বিক্রির উদ্দেশ্যে যায়।
বেলুন ফুলানোর এক পর্যায়ে বেলুন ফুলানোর কাজে ব্যবহৃত গ্যসের সিলিন্ডার বিস্ফোরিত হলে সে গুরুত্বর আহত হয়। এসময় তার শরীর থেকে বাম পা উড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নারী শিশু স্বাস্থ্য কেন্দ্রে পাঠায়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে পাঠানো হলে পথিমধ্যে তার মৃত্যু হয়।

পুলিশের এই কর্মকর্তা আরো জানান, ঘটনার পর থেকে ওই পিকনিক স্পটের লোকজন পলাতক রয়েছে। এছাড়া এই ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতিও চলছে বলে জানান তিনি।

আল-মামুন/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।