সীমান্তে বিজিবির ওপর হামলা, গুলিতে চোরাকারবারি নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০১:৫২ এএম, ০১ এপ্রিল ২০২৩
ফাইল ছবি

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বারোমারি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ওপর চোরাকারবারিদের হামলার অভিযোগ উঠেছে। হামলাকালে বিজিবি সদস্যরা আত্মরক্ষার্থে গুলি চালালে আমিনুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তি ঘটনাস্থলে মারা গেছেন। হামলায় বিজিবির এক সদস্য আহত হয়েছেন। 

শুক্রবার (৩১ মার্চ) দিনগত রাতে সীমান্তের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আমিনুল লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা আব্দুল বারেকের ছেলে।

এ ঘটনায় একই গ্রামের জালাল উদ্দিনের ছেলে জায়েদুল ইসলাম (৩৮) গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

আরও পড়ুন: নেত্রকোনা সীমান্তে থামছে না গরু চোরাচালান

প্রত্যক্ষদর্শী ও নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা জানিয়েছেন, রাতে লক্ষ্মীপুর গ্রামে একটি বাড়িতে সুপারি পাচারের গোপন খবরে বিজিবির টহল দল অভিযান চালায়। এসময় স্থানীয় চোরাকারবারিরা সংঘবদ্ধ হয়ে বিজিবির সঙ্গে সংঘর্ষে জড়ায়। পরে আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা গুলি চালালে একজনের মৃত্যু হয়।

নিহত আমিনুলের মা কুলসুমা খাতুন বলেন, আমার ছেলে দিনমজুরের কাজ করে। ওই এলাকার সুপারি কারবারিরা তাকে সুপারির বস্তা মাথায় করে বর্ডারের কাছে নিতে বলে। তখন বিজিবির গুলিতে সে মারা যায়।

আরও পড়ুন: সীমান্ত থেকে ৪৩ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

এ বিষয়ে জানতে চাইলে ৩১ বিজিবির লে. কর্নেল মো. আরিফুর রহমান জাগো নিউজকে বলেন, রাতে বর্ডারে চোরাই মাল পাচার হওয়ার খবর পেয়ে বিজিবি জওয়ানরা সীমান্তে টহল জোরদার করে। তখন চোরাকারবারিরা জওয়ানদের ওপর হামলা চালালে এক জওয়ান গুরুতর আহত হয়। পরে আত্মরক্ষার্থে দুই রাউন্ড গুলি চালায় বিজিবি।

এইচ এম কামাল/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।