নেত্রকোনায় হাজতির মৃত্যু

ফাইল ছবি
নেত্রকোনায় জহিরুল ইসলাম (৩০) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ মার্চ) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়।
জহিরুল ইসলাম জেলার আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের বাউশা গ্রামের আব্দুর রহমানের ছেলে।
নেত্রকোনা জেলা কারাগারের জেল সুপার আনোয়ারুজ্জামান জানান, দুপুর ১২টার দিকে বুকে ব্যথায় অসুস্থ হয়ে পড়লে কারাগার হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে বিকেলে তাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এইচ এম কামাল/আরএইচ/এএসএম