এনজিওকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণ, ৩ যুবকের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৯:১৪ পিএম, ০২ এপ্রিল ২০২৩
প্রতীকী ছবি

বাগেরহাটে এনজিওকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণ ও ছবি ধারণের মামলায় তিন যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (২ এপ্রিল) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক এস এম সাইফুল ইসলাম এ আদেশ দেন।

সেই সাথে দন্ডাদেশপ্রাপ্তদের ১০ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে এক বছরের সশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন বিচারক।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ফকিরহাট উপজেলার জারিয়া মাইট কুমরা গ্রামের শের আলীর ছেলে মো. মামুন শেখ, ছোট খাজুরা গ্রামের মিরাজ নিকারির ছেলে মো. ফিরোজ নিকারি এবং ভট্ট বালিয়াঘাট এলাকার মুজিবুর বিশ্বাসের ছেলে ইব্রাহিম বিশ্বাস। এদের মধ্যে মো. ফিরোজ নিকারি পালাতক।

মামলা সূত্র জানয়, ২০২০ সালের ১০ অক্টোবর রাতে উপজেলার জারিয়া মাইটকুমড়া এলাকার একটি ভাড়া বাসায় থাকা অবস্থায় এক এনজিওকর্মীকে জোরপূর্বক ধর্ষণ ও আপত্তিকর ছবি ধারণ করেন কয়েক যুবক। পরদিন ওই নারী বাদী হয়ে ফকিরহাট থানায় তিনজনের নাম উল্লেখ করে মামলা করেন। ওইদিন পুলিশ মো. মামুন শেখ নামের এক আসামিকে গ্রেফতার করেন। পরে আরও ইব্রাহিম বিশ্বাস নামক আরেক আসামিকে গ্রেফতার করা হয়। দীর্ঘ শুনানি ও স্বাক্ষ্য শেষে আসামিদের অপরাধ প্রমাণ হওয়ায় আদালত এ রায় দেন।

জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী এসএম আশরাফুল আলম বলেন, ধর্ষণ ও পন্যগ্রাফি মামলার অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেন। সেই সঙ্গে আসামিদের ১০ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।