নোয়াখালীতে ছদ্মবেশে থাকা সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় হেঞ্জু মিয়া নামে ছদ্মবেশে থাকা হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার একলাশপুর রেলক্রসিং এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হেঞ্জু মিয়া একলাশপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জয়কৃষ্ণপুর গ্রামের মৃত কালা মিয়ার ছেলে।
নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, হেঞ্জু মিয়া হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন ছদ্মবেশে পালিয়ে ছিলেন। রোববার রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জাগো নিউজকে বলেন, সোমবার (৩ এপ্রিল) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
ইকবাল হোসেন মজনু/এমআরআর/জেআইএম