গায়ে কেরোসিন ঢেলে গৃহবধূর আত্মহত্যা
মুন্সিগঞ্জের লৌহজংয়ে স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ননদের দেয়া অপবাদ সইতে না পেরে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যা করেছে বিউটি বেগম (৩২) নামে এক গৃহবধূ। শুক্রবার রাত সাড়ে ১১ টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান তিনি।
গৃহবধূ বিউটি বেগমের চাচা আব্দুল ওহাব শেখ জানান, ১৫ বছর আগে লৌহজংয়ের হাটভোগদিয়া গ্রামের জব্বার খানের ছেলে আল আমিন খানের সঙ্গে বিউটি বেগমের বিয়ে হয়। বিয়ের পর তাদের ঘরে ৪টি ছেলে মেয়ে আসে। কিছু দিন যাবৎ শ্বশুর বাড়ির লোকজন বিউটিকে পাশের বাড়ির বাদশা হাওলাদারকে জড়িয়ে পরকীয়ার অভিযোগ দিয়ে আসছিল। এ নিয়ে তার স্বামী আল আমিন, শ্বশুর জব্বার খান, শাশুড়ি আমেনা বেগন ও ননদ কাউসারী বেগম তাকে নানা কথা বলে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। শুক্রবার সকালে সালিশের কথা বলে স্থানীয় ও শ্বশুর বাড়ি লোকজন বিউটিকে এ নিয়ে নানা অপবাদ দেয়। অপবাদ সইতে না পেরে বিউটি বাড়িতে থাকা কেরোসিন তেল গায়ে ঢেলে আত্মহত্যার চেষ্টা করে। এতে তিনি মারাত্মকভাবে অগ্নিগদ্ধ হলে তাকে প্রথমে লৌহজং উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে নিয়ে গেলে রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যায়। ডাক্তার জানিয়েছে, বিউটির শরীরের ৯০ ভাগ অগ্নিগদ্ধ হয়েছে।
লৌহজং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে বিউটির স্বামী, শ্বশুর-শাশুড়ি, ননদসহ মোট ৭ জনকে আসামি করে একটি মামলার প্রক্রিয়া চলছে।
এসএস/আরআইপি