মোবাইলফোন কেনার টাকা না পেয়ে ফাঁস নিলো কলেজছাত্র

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০১:১৯ পিএম, ০৩ এপ্রিল ২০২৩
ফাইল ছবি

ভোলায় মোবাইলফোন কেনার টাকা না পেয়ে মো. রাব্বি (১৭) নামে এক কলেজছাত্র আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। রোববার (২ এপ্রিল) গভীর রাতে বাড়ির পাশের পুকুরপাড় থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রাব্বি মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাকুচিয়ার গ্রামের ওমান প্রবাসী মো. সালাউদ্দিনের ছেলে। সে মনপুরা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল।

মনপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অলি উল্ল্যাহ কাজল বলেন, রোববার রাব্বি তার মা লাকি বেগমের কাছে একটি স্মার্টফোন কেনার জন্য টাকা দাবি করে। পরে রাতে তার মা ওমান প্রবাসী বাবা মো. সালাউদ্দিনকে জানালে তিনি ফোনে ছেলেকে গালমন্দ করেন। এতে অভিযান করে রাত ১টার দিকে ঘর থেকে বের হয়ে যায় রাব্বি। পরে তাকে তার পরিবারের সদস্যরা খুঁজতে থাকে। রাত আনুমানিক দেড়টার দিকে বসতঘরের পাশে পুকুরপাড়ে গাছের সঙ্গে রাব্বিকে ঝুলতে দেখেন স্বজনরা। তাদের চিৎকারে স্থানীয়রা এসে পুলিশে খবর দেন।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদ আহমেদ বলেন, খবর পেয়ে আমরা রাত ৩টার দিকে মরদেহ উদ্ধার করেছি। সোমবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠিয়েছি।

তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে আমরা মোবাইলফোন কেনার টাকার জন্য অভিমান করে সে আত্মহত্যা করেছে বলে জানতে পেরেছি। তবে পুরো বিষয়টি আরও তদন্ত করা হচ্ছে।

জুয়েল সাহা বিকাশ/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।