তালাবদ্ধ ঘরে মিললো অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০৪:০৪ পিএম, ০৩ এপ্রিল ২০২৩

কিশোরগঞ্জের ভৈরবে তালাবদ্ধ ঘর থেকে অন্তঃসত্ত্বা এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের স্বামী উজ্জ্বল মিয়া পলাতক রয়েছেন। নিহত সাহারা বেগম (২৮) পৌর শহরের পঞ্চবটি এলাকার লাল মিয়ার মেয়ে।

সোমবার (৩ এপ্রিল) দুপুর ১টার দিকে পৌর শহরের কালীপুর মধ্যপাড়ার সামাদ মিয়ার বাড়ির একটি টিনসেড ঘর থেকে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এক বছর আগে ভৈরবের পঞ্চবটি এলাকার বাসিন্দা সাহারা বেগম একই এলাকার রিকশাচালক উজ্জ্বল মিয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক করে বিয়ে করেন। বিয়ের কয়েক মাস পর থেকেই কালীপুর মধ্যপাড়ার সামাদ মিয়ার বাড়িতে একটি টিনের ঘর ভাড়া নিয়ে দুজনে থাকতেন। সাহারা বেগম সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

সোমবার দুপুরের দিকে দীর্ঘসময় ঘর তালাবদ্ধ দেখে পার্শ্ববর্তী লোকজন দরজা ফাঁকা করে দেখেন ঘরের আঁড়ার সঙ্গে দড়িতে ঝুলছে সাহারার মরদেহ। এইপরই পুলিশকে খবর দিলে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতাল রিপোর্ট তৈরি করে থানায় নিয়ে যায়।

নিহতের ছোট বোন সীমা জানান, আমার বড় বোন পরিবারের মতের বিরুদ্ধে রিকশাচালক উজ্জ্বলকে বিয়ে করে আলাদা বাসায় থাকতেন। সেজন্যই তাদের সঙ্গে আমাদের তেমন যোগাযোগ ছিল না। সকালে বোনের মৃত্যুর খবর শুনে ছুটে আসছি। আমার বোন সাত মাসের গর্ভবতী ছিল। কী কারণে মারা গেল তা জানি না। তবে তার পার্শ্ববর্তী বাসিন্দাদের কাছে শুনেছি আমার বোনকে প্রায়ই তার স্বামী মারধর করতো। আমার বোনের মুখে মারধরের চিহ্ন রয়েছে।

ভৈরব থানা পুলিশের উপপরিদর্শক এসআই আব্দুর রহমান বলেন, খবর পেয়েই তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। মরদেহে তেমন কোনো আঘাত নেই। তবে তার মুখমণ্ডলে একটি আঘাতের চিহ্ন রয়েছে। গৃহবধূ যেহেতু অন্তঃসত্ত্বা সেহেতু তার মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হবে।

রাজীবুল হাসান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।