বৃদ্ধার অসহায়ত্বের খবর পেয়ে হুইল চেয়ার নিয়ে ছুটে গেলেন ইউএনও
নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাঁটতে না পারা বৃদ্ধা কহিনুর বেগমের (৭০) অসহায়ত্বের খবর শুনে হুইল চেয়ার নিয়ে ছুটে গেলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবা উল আলম ভুইঁয়া।
সোমবার (৩ এপ্রিল) দুপুরে বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কামলা বাড়িতে গিয়ে হুইল চেয়ার তুলে দেন ওই বৃদ্ধার হাতে। এ সময় তার ঘরের পরিস্থিতি নাজুক দেখে টিন কেনার জন্য সাত হাজার ৫০০ টাকাও দেওয়া হয়।
ইউএনও মো. মেজবা উল আলম ভুইঁয়া বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় বয়স্ক প্রতিবন্ধীদের জন্য নানা পদক্ষেপ হাতে নিয়েছেন। তার নির্দেশনা মোতাবেক গিয়ে দেখি বৃদ্ধা কহিনুর হাঁটাচলা করতে পারেন না। তাকে একটি হুইল চেয়ার উপহার ও ঘরের টিন কেনার জন্য সাড়ে সাত হাজার টাকা দেওয়া হয়।
ইকবাল হোসেন মজনু/এফএ/এমএস