শিবচরে জাটকা শিকারের সময় ৪ জেলে আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৫:০৬ পিএম, ০৩ এপ্রিল ২০২৩

মাদারীপুরের শিবচরে জাটকা শিকারের সময় চার জেলেকে আটক করেছে নৌপুলিশ। সোমবার (৩ এপ্রিল) উপজেলার কাঠালবাড়ি সংলগ্ন এলাকার পদ্মা নদী থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকূল এলাকার মো. হাসেম (৪০), শিবচর উপজেলার নুর উদ্দিন সরদার কান্দি এলাকার জুয়েল করাল (৩৫), আসলাম ব্যাপারী (৪৫) ও ফরিদপুরের সদরপুর এলাকার ইস্কান্দার ব্যাপারী (৪০)।

চরজানাজাত পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রুহুল আমীন বলেন, চার জেলে আটকের সময় ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এছাড়াও ৩০ কেজি জাটকা উদ্ধার করা হয়েছে।

পরে এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। উদ্ধার ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।

আয়শা সিদ্দিকা আকাশী/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।