দুর্বৃত্তের বোমায় প্রাণ গেলো মুদি দোকানির

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ১১:৫১ এএম, ০৪ এপ্রিল ২০২৩

মাদারীপুরের কালকিনিতে দুর্বৃত্তের নিক্ষেপ করা বোমা হামলায় মনির চৌকিদার (৩৫) নামে এক মুদি দোকানি নিহত হয়েছেন। উপজেলার চরদৌলতখান ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মিয়ারহাট লঞ্চঘাট এলাকায় সোমবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মনির চৌকিদার কালকিনি উপজেলার মিয়ারহাট লঞ্চঘাট এলাকার রশিদ চৌকিদারের ছেলে।

পুলিশ, পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, মনির চৌকিদার এশার নামাজ শেষ করে দোকানে ফেরার পথে মনিরকে লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে গুরুতর অবস্থায় মনিরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনা ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বলেন, বোমার আঘাতে মনিরের মুখমণ্ডল পুরোটাই খসে গেছে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আপতত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে যারা জড়িত তাদের আটক করতে কয়েকটি টিম এরইমধ্যে অভিযান শুরু করেছে।

মাদারীপুরের কালকিনি উপজেলার চরদৌলতখান ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান চাঁন মিয়া শিকদারের সঙ্গে পরাজিত চেয়ারম্যান প্রার্থী মিলন মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর আগেও ইউপি নির্বাচনে জয়-পরাজয় নিয়ে দু’পক্ষের মধ্যে একাধিক সংঘর্ষ ও হত্যার ঘটনা ঘটেছে।

আয়শা সিদ্দিকা আকাশী/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।