মেয়েরা এখন লেখাপড়া শেষ করেই চাকরি পাচ্ছে: আমু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০২:২২ পিএম, ০৪ এপ্রিল ২০২৩

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, আগে মেয়েরা শিক্ষার ব্যাপারে আগ্রহী ছিল না। কারণ তাদের এতো সুযােগ-সুবিধা ছিল না। বর্তমানে লেখাপড়া শেষ করেই তাদের চাকরি হচ্ছে। তাদের সমান সুযোগ-সুবিধা করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুর ১২টায় নলছিটি উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলন।

আমির হোসেন আমু বলেন, এ দেশে কােনাে শিক্ষানীতি ছিল না। বিগত কােনো সরকার দেশে একটি শিক্ষানীতি প্রণয়ন করতে পারেনি। তাদের সময় শিক্ষাব্যবস্থার উন্নয়ন হয়নি। শেখ হাসিনা সরকার গঠন করার পর শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন করা হয়েছে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে যুগোপযোগী শিক্ষাব্যবস্থা প্রণয়ন করা হয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। এ মেরুদণ্ডের উৎপত্তি হয় প্রাথমিক শিক্ষা থেকে। এটি অনুধাবন করতে পেরেছিলেন বলেই বঙ্গবন্ধু ওই সময়কার সব প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেন।

এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার শাহ আলম, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভােকট খান সাইফুল্লাহ পনির, নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, সদর উপজেলা পরিষদের চয়ারম্যান খান আরিফুর রহমান, নলছিটি উপজলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানাত আরা নাহিদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কল) মহিতুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলন।

আতিকুর রহমান/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।