বরগুনা

পণ্যের মূল্য বেশি রাখায় পাঁচ দোকানিকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ০৪ এপ্রিল ২০২৩
বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালায় ভোক্তা অধিদপ্তর

বরগুনার পাথরঘাটা উপজেলার পূর্ব বাজার এলাকায় পাঁচ দোকানিকে ২৭ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে এ অভিযান পরিচালনা করেন বরগুনা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক বিপুল বিশ্বাস।

ভোক্তা অধিদপ্তর থেকে জানা যায়, রমজান মাসকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করছেন। এমন অভিযোগে এ অভিযান চালানো হয়।

ba-(2).jpg

এ সময় পাথরঘাটার পূর্ব বাজার এলাকায় নিষিদ্ধ কসমেটিক্স বিক্রয়, অতিরিক্ত মূল্যে জুতা বিক্রি, পণ্যের গায়ে মূল্য মুছে অতিরিক্ত মূল্য লেখা, মূল্য তালিকা না রাখাসহ বিভিন্ন অপরাধে মুক্তা স্টোরকে ৪ হাজার, জিহাদ স্টোরকে ২ হাজার, জান্নাত মেহেদি ভান্ডারকে ৩ হাজার, সেতুমনি স্টোরকে ১৫ হাজার ও ইসলামিয়া সু স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে বরগুনা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক বিপুল বিশ্বাস জাগো নিউজকে বলেন, রমজান মাসকে কেন্দ্র করে বেশি লাভের আশায় ব্যবসায়ীদের অনিয়ম বেড়ে যায়। কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করে ক্রেতাদের হয়রানি করছেন। সাধারণ ক্রেতাদের হয়রানি বন্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।

এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।