কিশোরগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেলো স্কুলছাত্রের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ১০:০১ পিএম, ০৫ এপ্রিল ২০২৩
স্কুলছাত্র মইন

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় পিকআপভ্যানের ধাক্কায় নবম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে।

বুধবার (৫ এপ্রিল) বিকেল সাড়ে ৩টা দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের আচমিতা ইউনিয়নের ইন্দুয়াইল চারিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. মইন (১৭) উপজেলার আচমিতা এলাকার মৃত মজলু মিয়ার ছেলে। সে অসমিতা জজ ইনস্টিটিউশনের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

জানা গেছে, বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের আচমিতা ইউনিয়নের ইন্দুয়াইল চারিপাড়া এলাকায় একটি পিকআপভ্যান মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলচালক ইমন ঘটনাস্থলে নিহত হয়। এসময় এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় এলাকাবাসী। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।

কটিয়াদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, একটি পিকআপভ্যান তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেলচালক কিশোর মইন ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।