মোটরসাইকেল থেকে ছিটকে কনস্টেবল নিহত

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৫:১৮ পিএম, ০৬ এপ্রিল ২০২৩
ফাইল ছবি

মোংলায় সড়ক দুর্ঘটনায় বাগেরহাট পুলিশ লাইন্সের কনস্টেবল মো. জাকারিয়া নিহত হয়েছেন। এ সময় আহত হন অপর কনস্টেবল মো. মুজাহিদ। বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।

মোংলা থানার সেকেন্ড অফিসার এসআই ঠাকুরদাস মন্ডল জানান, মোংলা ইপিজেডে ডিউটি শেষে বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে মোটরসাইকেলে বাগেরহাটে ফিরছিলেন কনস্টেবল মো. জাকারিয়া ও মুজাহিদ। পথিমধ্যে মোংলা-খুলনা মহাসড়কের মোংলার দিগরাজ বাজার সংলগ্ন আপাবাড়ী এলাকায় পেট্রোম্যাক্স এলপিজির সামনে একটি কুকুর তাদের মোটরসাইকেলের নিচে পড়ে। এতে তারা গাড়ি থেকে ছিটকে পড়েন। ওই সময় জাকারিয়া ছিটকে মহাসড়কে চলন্ত একটি ট্রাকের চাকায় আঘাতপ্রাপ্ত হন। খবর পেয়ে মোংলা থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে তাৎক্ষণিক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

বিকেল ৩টায় খুলনা মেডিকেলে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। বর্তমানে জাকারিয়ার মরদেহ খুলনা মেডিকেলে রয়েছে। তার বাড়ি খুলনার তেরখাদায়।

এছাড়া আহত অপর কনস্টেবল মোংলা বন্দর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এরা দুইজনই বাগেরহাট পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন।

পুলিশ কর্মকর্তা ঠাকুরদাস মন্ডল বলেন, ১-২ মাসের সিডিউল অনুযায়ী ইপিজেডে নিয়মিত ডিউটি করেন বাগেরহাট জেলা পুলিশ লাইন্সের কনস্টেবলেরা। এরই ধারাবাহিকতায় নতুন টিম ডিউটিতে এলে বৃহস্পতিবার দুপুরে জাকারিয়া ও মুজাহিদ তাদেরকে ডিউটির দায়িত্ব বুঝিয়ে দিয়ে এবং নিজেদের ডিউটি শেষ করে বাগেরহাট পুলিশ লাইন্সে ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন।

তবে যে ট্রাকের চাকায় আঘাতপ্রাপ্ত হয়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে সেই ট্রাকটি শনাক্ত ও আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।

আবু হোসাইন সুমন/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।