নিখোঁজের ৪ দিন পর লিফটে মিললো ব্যবসায়ীর মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৬:১০ পিএম, ০৬ এপ্রিল ২০২৩

চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজের চারদিন পর নির্মাণাধীন ভবনের লিফটের চেম্বার থেকে এক জুতা ব্যবসায়ীর (২৭) অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) জীবননগর পৌর এলাকার আাঁশতলাপাড়ায় প্রবাসী কবির হোসেন নির্মাণাধীন বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত ব্যবসায়ীর নাম আবু সাঈদ। তিনি জীবননগর পৌর এলাকার হাইস্কুল পাড়ার রইচ উদ্দিনের ছেলে।

ব্যবসায়ীক লেনদেন অথবা পরকীয়ার কারণে এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

পুলিশ ও নিহতের পরিবার সূত্র জানায়, রোববার (২ এপ্রিল) ভোরে আবু সাঈদ পাড়ার হাইস্কুল মসজিদে ফজরের নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। স্বজনরা বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।পরেরদিন জীবননগর থানায় আবু সাঈদের বড় ভাই সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জীবননগর পৌর এলাকার আাঁশতলাপাড়ায় প্রবাসী কবির হোসেন একটি বাড়ি নির্মাণ করছেন। বৃহস্পতিবার সকালে নির্মাণশ্রমিকরা সেখানে কাজে যান। নির্মাণাধীন ভবনের ভেতর থেকে দুর্গন্ধ বের হতে থাকে। পরে শ্রমিকরা লিফটের চেম্বারের ভেতরে অর্ধগলিত একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

নিহতের স্বজনরা বলেন, নিখোঁজের পর অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা মোবাইল ফোনে সাঈদের পরিবারের কাছে চাঁদা দাবি করেন। হত্যাকাণ্ডের সঙ্গে স্থানীয় লাকি খাতুন ও সবজি ব্যবসায়ী আকতার জড়িত বলে অভিযোগ তাদের।

অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান লালন বলেন, অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে। পরকীয়া, ব্যবসায়িক লেনদেন বা পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে।

এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।