বসতঘরে বিপুল পরিমাণ মাদকসহ কারবারি গ্রেফতার

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০৩:৫৬ পিএম, ০৭ এপ্রিল ২০২৩

কিশোরগঞ্জের ভৈরবে বসতবাড়ি থেকে ২৫৪ কেজি গাঁজা, ৬৭ বোতল ফেনসিডিল, ২০৯ বোতল স্কাফ এবং ৩৫ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-১৪।

শুক্রবার (৭ এপ্রিল) ভোরে পৌর শহরের চন্ডিবের দক্ষিণ পাড়া এলাকা থেকে এসব মাদকসহ আমির হামজা ওরফে বাঘা বাবু ব্যক্তিকে আটক করা হয়।

jagonews24

র‍্যাব সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আড়াইটা থেকে শুক্রবার ভোর ৪টা পর্যন্ত র‍্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব থানার চন্ডিবের দক্ষিণ পাড়া এলাকায় একটি টিনের দোচালা ঘরে অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ী আমির হামজা ওরফে বাঘা বাবুকে (৩২) আটক করা হয়। পরে তার বসতবাড়ি তল্লাশি করে ২৫৪ কেজি গাঁজা, ৬৭ বোতল ফেনসিডিল, ২০৯ বোতল স্কাফ এবং ৩৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

এ বিষয়ে ভৈরব র‍্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী জানান, দীর্ঘদিন যাবৎ আটক আমির হামজা ওরফে বাঘা বাবু মাদকদ্রব্য উক্ত রুমে সংরক্ষণ করে তার সহযোগীদের মাধ্যমে ঢাকাসহ দেশের অভ্যন্তরে বিক্রি করে আসছে বলে স্বীকার করেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রাজীবুল হাসান/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।