মাদারীপুরে ফসলি জমির মাটি বিক্রি, তিনজনের জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৬:৫৫ পিএম, ০৭ এপ্রিল ২০২৩

মাদারীপুরে ফসলি জমির মাটি ইটভাটায় বিক্রির অভিযোগে জমির মালিকসহ তিনজনকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৭ এপ্রিল) দুপুরে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের পূর্ব কলাগাছিয়ায় এলাকায় এ ঘটনা ঘটে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইনউদ্দিন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মাদারীপুর সদর উপজেলার পূর্ব কলাগাছিয়া এলাকার মৃত কানাই বালার ছেলে জমির মালিক নিখিল বালা (৪৫), অখিল বালা (৫২), শংকর বালা (৪৮), ভেকুর মালিক দত্ত কেন্দুয়া এলাকার আবেদ আলী ফকিরের সোহেল ফকির (৩৫), মাটিটানা ট্রলির মালিক একই এলাকার ফাহিম ব্যাপারীর ছেলে জুয়েল ব্যাপারী (২৫) ও আইয়ুব আলী সরদারের ছেলে মুকুল সরদার (৩৫)।

jagonews24

আদালত সূত্র জানা যায়, পূর্ব কলাগাছিয়া এলাকায় দীর্ঘদিন ধরে ফসলি জমি থেকে ট্রলিতে করে মাটি নিয়ে ইটভাটায় ব্যবহার করছে এমন খবরে অভিযানে যান ভ্রাম্যমাণ আদালত। ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়া গেলে জমির মালিক তিনভাই নিখিল বালা, অখিল বালা, শংকর বালাকে এক লাখ টাকা ও ভেকুর মালিক সোহেল ফকিরকে ৫০ হাজার টাকা এবং মাটিটানা ট্রলির দুই মালিক জুয়েল ব্যাপারী ও মুকুল সরদারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে প্রত্যেকের একমাস করে কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়।

তিনি আরও বলেন, কৃষি জমি থেকে মাটি নিয়ে ইটভাটায় ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। যারা এ জমি থেকে মাটি কেটে ইটভাটা ব্যবহার করবে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। এছাড়া নিয়মিত মামলা করে দোষীদের আইনের আওতায় আনা হবে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

আয়শা সিদ্দিকা আকাশী/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।