জমি চাষের টাকা নিয়ে দ্বন্দ্ব, ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
কিশোরগঞ্জের করিমগঞ্জে জমি চাষ নিয়ে দ্বন্দ্বে সিরাজুল ইসলাম (৪৮) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কলাতলি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে।
সিরাজুল ইসলাম ওই গ্রামের মো. আব্দুল মোতালিবের ছেলে। কৃষি কাজের পাশাপাশি তিনি একটি টং দোকানে ব্যবসা করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সিরাজুল ইসলামের জমিতে ট্রাক্টর দিয়ে হালচাষ করছিলেন একই গ্রামের মুজিবুর রহমানের ছেলে জামান। চাষের টাকা নিয়ে শুক্রবার সন্ধ্যা ট্রাক্টরমালিক জামানের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। এ সময় তিনি হামলার ভয়ে দ্রুত জমি থেকে বাড়িতে চলে যান।
আরও পড়ুন: পিরোজপুরে গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
কিছুক্ষণ পর জামান ও তার স্বজনরা দেশিয় অস্ত্র নিয়ে হামলা চালায় সিরাজুল ইসলামের বাড়িতে। এ সময় ঘরের ভেতর কুপিয়ে গুরুতর আহত করা হয় সিরাজুলকে। আশঙ্কাজনক অবস্থায় তাকে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম সিদ্দিকী জানান, জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। মূল হত্যাকারীদের ধরতে অভিযান চালছে। ময়নাতদন্তের মরদেহ কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
আরএইচ/এমএস