৮০০ টাকার ট্যাগ ঢেকে ২৩৫০ টাকায় বিক্রি, জরিমানা ১০ হাজার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৮:১৪ পিএম, ০৮ এপ্রিল ২০২৩

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় নানা অনিয়মে চার ব্যবসাপ্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এর মধ্যে একটি প্রতিষ্ঠানে ৮০০ টাকা মূল্যের পোশাকের ট্যাগ ঢেকে দিয়ে তা ২ হাজার ৩৫০ টাকায় বিক্রি করা হচ্ছিল।

শনিবার (৮ এপ্রিল) দুপুরে হোসেনপুর বাজারে এ অভিযান চালান ভোক্তা অধিদপ্তর কিশোরগঞ্জের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক।

অভিযানে বৈশাখী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে কাঁচা মাছ-মাংসের সঙ্গে বিভিন্ন খাদ্যদ্রব্য ফ্রিজে রাখায় ১০ হাজার টাকা, রসের মিষ্টি নামে একটি প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ খাদ্য পাওয়ায় তিন হাজার টাকা, ৮০০ টাকার ট্যাগ ঢেকে তার ওপরে ২ হাজার ৩৫০ টাকা লিখে পোশাক বিক্রির দায়ে জয় কালি বস্ত্রালয়কে ১০ হাজার টাকা এবং এক্সপোর্ট গ্যালারি নামে একটি পোশাকের দোকানকে অতিরিক্ত মূল্যে বিক্রির দায়ে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তা হৃদয় রঞ্জন বণিক বলেন, ঈদ সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুর বাজার এলাকায় বিশেষ অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে ভোক্তা অধিদপ্তরের এমন অভিযান অব্যাহত থাকবে।

এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।