হরিণ শিকারের ফাঁদসহ ৩ জেলে আটক

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৮:২৪ পিএম, ০৮ এপ্রিল ২০২৩

সুন্দরবনে হরিণ ও মাছ শিকারের প্রস্তুতিকালে তিন জেলেকে আটক করেছে বনবিভাগ। এসময় তাদের কাছ থেকে নৌকা, জাল ও হরিণ শিকারের ফাঁদ জব্দ করা হয়।

শুক্রবার (৭ এপ্রিল) দিনগত রাত সাড়ে ৩টার দিকে বনের করমজল সংলগ্ন ৮ নম্বর খাল থেকে তাদের আটক করা হয়।

আটক জেলেরা হলেন অসিম শেখ (৩৫), জাকির হোসেন (৩৪) ও সাগর নাথ (২৩)। তারা মোংলার চিলা ও দক্ষিণ কাইনমারী এলাকার বাসিন্দা।

পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (সহকারী বনসংরক্ষক) মাহবুব হাসান এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে রাত সাড়ে ৩টার দিকে করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র সংলগ্ন ৮ নম্বর খালে গিয়ে দেখা যায়, সেখানে একটি নৌকা অবস্থান করছে। পরে নৌকাটিতে তল্লাশি চালিয়ে ২৫টি হরিণ শিকারের ফাঁদ, দুটি জাল জব্দ করা হয়। এছাড়া বনবিভাগের পাস পারমিট ছাড়া অবৈধভাবে বনে প্রবেশ এবং মাছ ও হরিণ শিকারের প্রস্তুতির দায়ে নৌকায় থাকা তিন জেলেকে আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে শনিবার (৮ এপ্রিল) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান বন কর্মকর্তা মাহবুব।

আবু হোসাইন সুমন/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।