বাড়িওয়ালার ভাইয়ের সঙ্গে মারামারি করে পুলিশ কনস্টেবল বরখাস্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৫:৩৩ পিএম, ০৯ এপ্রিল ২০২৩

বাড়ির মালিকের ভাইয়ের সঙ্গে মারামারি করায় পাবনার চাটমোহর থানার কনস্টেবল সিরাজুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার ( ৯ এপ্রিল) তাকে বরখাস্ত করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

এর আগে শনিবার (৮ এপ্রিল) পাবনার চাটমোহর পৌর এলাকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন মহিত কলোনিতে প্রবাসী সবেদ আলীর বাড়িতে তার ভাই মকবুল হোসেন প্রামাণিকের (৩৫) সঙ্গে সিরাজুল ইসলামের মারামারির ঘটনা ঘটে।

আহত মকবুল চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের টলটলিপাড়া গ্রামের মৃত শফি উদ্দিন প্রামাণিকের ছেলে। আর অভিযুক্ত সিরাজুল ইসলাম চাটমোহর থানার কনস্টেবল। তিনি মকবুলের ভাই সবেদের বাড়িতে ভাড়া থাকেন।

জানা গেছে, মকবুল হোসেনের সঙ্গে কিছুদিন ধরে কনস্টেবল সিরাজুলের মনোমালিন্য চলছিল। এরই মধ্যে শনিবার মকবুল তাদের বাড়ির পথ থেকে সিরাজুলকে তার মোটরসাইকেল সরিয়ে রাখতে বলেন। এ নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি এবং একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এতে মকবুলের মাথায় কিছুটা অংশে ক্ষত তৈরি হয়। পরে তিনি পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি হন।

বাড়িওয়ালার ভাইয়ের সঙ্গে মারামারি করে পুলিশ কনস্টেবল বরখাস্ত

মকবুলের চাচা আব্দুল মজিদ জানান, তিনি তার ভাতিজাকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করেছিলেন। তার মাথায় সেলাই দিতে হয়েছে। পরে তাকে চিকিৎসকরা রিলিজ দিয়েছেন।

এদিকে, অভিযুক্ত পুলিশ সদস্য সিরাজুল ইসলাম পুলিশ লাইনে ক্লোজ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন রোববার দুপুরে জাগো নিউজকে বলেন, সামান্য বিষয় নিয়ে দুইজনের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ বিষয়টি নিয়ে বিভাগীয় তদন্ত চলছে। তিনি এর বেশি মন্তব্য করতে চাননি।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ-প্রশাসন) মাসুদ আলম বলেন, অভিযুক্ত পুলিশ সদস্য সিরাজুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

আমিন ইসলাম জুয়েল/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।