দুর্গাপুরে কৃষককে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৯:০৯ পিএম, ০৯ এপ্রিল ২০২৩

নেত্রকোনার দুর্গাপুরে জায়েদ আলী (৪৫) নামের এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। রোববার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জায়েদ আলী ওই গ্রামের মৃত আব্দুর গফুরের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, রোববার বিকেলে প্রতিবেশী আব্দুস সালামের বাড়িতে বেগুন গাছের চারা আনতে যান জায়েদ আলী। পরে সেখানে পূর্ব শত্রুতার জেরে আব্দুস সালামের সঙ্গে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে আব্দুস সালাম ও তার ছেলে এমদাদ এসে তাকে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলে জাহেদ আলী মারা যান।

দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ নূরুল আলম জানান, মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তীতে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

এইচ এম কামাল/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।