চুয়াডাঙ্গায় ৩ সেমাই কারখানাকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৯:৫৬ পিএম, ০৯ এপ্রিল ২০২৩

অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির করার অপরাধে চুয়াডাঙ্গায় তিনটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (৯ এপ্রিল) চুয়াডাঙ্গার শহরতলি দৌলতদিয়ার, হাতিকাটা ও আলুকদিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

jagonews24

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করায় দৌলতদিয়াড়ের হক ব্রার্দাস সেমাই কারখানাকে তিন হাজার, হাতিকাটায় এস ডি সেমাই কারখানাকে পাঁচ হাজার ও আলুকদিয়ার মেসার্স মুজাদ্দিদীয় সেমাই কারখানাকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।