ভ্যানের সিটে মিললো সোনার ২০ বার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ১১:৪২ এএম, ১০ এপ্রিল ২০২৩

চুয়াডাঙ্গায় ভ্যানচালক শাহাবুল মিয়ার কাছ থেকে প্রায় দুই কোটি টাকা মূল্যের ২০টি সোনার বার উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় তাকে আটক করা হয়।

রোববার (৯ এপ্রিল) রাত ৯টার দিকে চুয়াডাঙ্গার জীবননগর বাসস্ট্যান্ড এলাকা থেকে বারগুলো উদ্ধার করা হয়।

আটক ভ্যানচালক শাহাবুল মিয়া জীবননগর পৌর এলাকার সদরপাড়ার মৃত মকছেদ মণ্ডলের ছেলে।

মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা বলেন, অবৈধভাবে জীবননগর সীমান্ত এলাকা দিয়ে সোনা পাচার হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে নতুনপাড়া বিজিবির একটি টহল দল জীবননগর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়। এসময় একটি ভ্যান সীমান্ত এলাকার দিকে যাচ্ছিল। ভ্যানটিকে দাঁড়ানোর জন্য সিগন্যাল দেন বিজিবি সদস্যরা। এসময় ভ্যানচালকের শরীর তল্লাশি করে কোনো সোনা পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, পরে জিজ্ঞাসাবাদে তার দেখিয়ে দেওয়া ভ্যানের সিটের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২০টি সোনার বার উদ্ধার করে বিজিবি। উদ্ধার সোনার বারের ওজন ২ দশমিক ৩৩ কেজি; যার বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে জীবননগর থানায় সোনা চোরাচালান আইনে একটি মামলা করা হবে। উদ্ধার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা রাখা হবে।

এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।