২০ হাজার ডলার ফেলে পালালেন পাচারকারী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৬:২০ পিএম, ১০ এপ্রিল ২০২৩

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার ফুলবাড়ী সীমান্ত দিয়ে পাচারের সময় ২০ হাজার মার্কিন ডলার জব্দ করেছে বিজিবি। এসময় পাচারকারী পালিয়ে যান।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার (১০ এপ্রিল) এতথ্য জানান চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমান।

বিজিবি জানায়, সীমান্ত দিয়ে ভারতে মার্কিন ডলার পাচার হবে এমন সংবাদের ভিত্তিতে সকালে দর্শনা থানার সীমান্ত পিলার ৮৬ থেকে দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ফুলবাড়ী গ্রামের একটি মাঠের পাশে অবস্থান নেয় বিজিবির একটি টিম। এসময় মাঠের মধ্য দিয়ে এক ব্যক্তিকে যেতে দেখলে বিজিবির টহল দল তার গতিরোধের চেষ্টা করে। তখন ওই ব্যক্তি তার কাছে থাকা ব্যাগটি ফেলে দৌড়ে পালিয়ে যান। পরে ব্যাগ তল্লাশি করে ২০ হাজার মার্কিন ডলার উদ্ধার করা হয়।

বিজিবি কর্মকর্তা জাহিদুর রহমান বলেন, জব্দ মার্কিন ডলারগুলো বাংলাদেশি মুদ্রায় ২১ লাখ ২০ হাজার টাকা। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে দর্শনা থানায় মামলা করা হয়েছে। ডলারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করা হবে।

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।