ঘেরের মাটি কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৭:২৬ পিএম, ১০ এপ্রিল ২০২৩
সংঘর্ষে আহতদের পাশে দাঁড়িয়ে স্বজনরা

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় মৎস্য ঘেরের মাটি কাটাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে নারী-শিশুসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।

সোমবার (১০ এপ্রিল) ১২ টার দিকে উপজেলার জিউধরা ইউনিয়নের বাইনতলা গ্রামে জালাল শেখ ও তৈয়াবুর রহমানদের মধ্যে এ সংঘর্ষ ঘটে। আহতদের মধ্যে অন্তত ১৫ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এরা হলেন- জালাল শেখের পক্ষের কালাম হাওলাদার, হানিফ হাওলাদার, মিরাজ মল্লিক, বাবু মল্লিক, খালেক হাওলাদার, মুরাদ হাওলদার, মানিক হাওলাদার, কাদের হাওলাদার, শাহিনুর বেগম এবং তৈয়াবুর রহমানের পক্ষের চয়ন হাওলাদার, জাকির, শহিদুল, এমরান, রাজু ও রাকিব।

জালাল শেখের ছেলে সাগর হাওলাদার বলেন, ‘তৈয়াবুর রহমান ও তার লোকজন কয়েক বছর আগে লিজ নিয়ে আমাদের জমিতে ঘের করেন। মাত্র এক বছর আমাদের টাকা দিয়েছিলেন, আর দেননি। পরে জোরপূর্বক আমাদের জমিতে ঘের করে আসছেন। আজ আবার আমাদের জমি দখলের জন্য ভেকু দিয়ে মাটি কাটছিলেন। বাধা দিলে তারা আমাদের ওপর হামলা করে। এতে আমাদের অনেকেই আহত হয়েছে। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছি। আমরা জমি ফেরত চাই এবং হামলাকারীদের বিচার দাবি জানাচ্ছি।’

এদিকে জালাল শেখের ছেলের অভিযোগ অস্বীকার করে তৈয়াবুর রহমানের ছেলে চয়ন হাওলাদার বলেন, ‘জালাল শেখ ও আমাদের ঘের পাশাপাশি। নিজেদের জমি থেকে মাটি কাটছিলাম। তখন চয়নরা আমাদের ওপর হামলা করে। এতে আমিসহ ছয়জন আহত হয়েছি। কারণ ছাড়াই এ হামলা করেছে জালাল শেখের লোকজনরা।’

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জাগো নিউজকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি শান্ত আছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।