বিয়ের দেড় বছর পর হেলিকপ্টারে শ্বশুরবাড়ি এলেন বধূ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৭:৪০ পিএম, ১০ এপ্রিল ২০২৩
হেলিকপ্টার থেকে নামার পর দম্পতিকে শুভেচ্ছা জানানো হয়

বরগুনার আমতলী উপজেলায় বিয়ের দেড় বছর পর হেলিকপ্টারে চড়ে বউ বাড়িতে নিয়ে এসেছেন রাকিবুল ইসলাম (রাকিব) নামে এক যুবক।

সোমবার (১০ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার তালুকদার বাজার নামক এলাকায় হেলিকপ্টারে নামেন তারা। এ সময় তাদের দেখতে ভিড় করেন গ্রামবাসী।

যুবক রাকিব পাতাকাটা ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. আলতাফ হোসেন হাওলাদারের ছেলে। তিনি একজন মেরিন ইঞ্জিনিয়ার। বর্তমানে সিঙ্গাপুর ম্যানেজমেন্ট কোম্পানিতে কর্মরত।

রাকিবের বাবা আলতাফ হাওলাদার বলেন, আমার দুই ছেলের মধ্যে রাকিব ছোট। দেড় বছর আগে সামাজিকভাবে গলাচিপা গোল খালী এলাকার আব্দুল কালাম মাস্টারের মেয়ে ডা. তুলি আক্তারের সঙ্গে তার বিয়ে হয়। সে সময় থেকেই তাদের দুজনের এমন ইচ্ছে ছিল। এ কারণেই পুত্রবধূকে হেলিকপ্টারে বাড়িতে নিয়ে এসেছে আমার ছেলে।

এ বিষয়ে রকিবুল ইসলাম বলেন, বিয়ের পর থেকেই হেলিকপ্টারে বাড়িতে বউ নিয়ে আসার ইচ্ছা জাগে। দীর্ঘদিন পর হলেও সেই ইচ্ছা পূরণ করতে পারায় আমরা আনন্দিত।

এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।