পোড়ানো হলো জেলি পুশ করা ৫০ মণ চিংড়ি, ১২ ব্যবসায়ীর জেল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৯:৪৭ পিএম, ১০ এপ্রিল ২০২৩
আগুনে পুড়িয়ে নষ্ট করা হয় জেলি পুশ করা চিংড়ি

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় চিংড়িতে জেলি পুশ করার দায়ে ১২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দ দুই হাজার কেজি (৫০ মণ) পুশ করা চিংড়ি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সোমবার (১০ এপ্রিল) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাহার আলী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এর আগে সাতক্ষীরার নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর উপজেলার উজিরপুর বাজারে অভিযান চালিয়ে ৫০ মণ জেলি পুশকৃত চিংড়ি জব্দ করে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান জাগো নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয় চিংড়িতে জেলি পুশ করায় ১২ জনকে আটক করা হয়। জব্দ করা হয় ২ হাজার কেজি জেলি পুশকৃত চিংড়ি।

কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাহার আলী জাগো নিউজকে বলেন, চিংড়িতে জেলি পুশের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১২ ব্যবসায়ীকে ১৫ দিন থেকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। জব্দ চিংড়ি আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়েছে।

আহসানুর রহমান রাজীব/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।