ড্রেনে মিললো হরিণের শিং-বন্দুক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৯:৫৩ পিএম, ১০ এপ্রিল ২০২৩
ফাইল ছবি

সাতক্ষীরার শ্যামনগরে শিকার করা চারটি হরিণের শিং ও একটি দেশি বন্দুক উদ্ধার করেছে নৌপুলিশ।

সোমবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সুন্দরবন সংলগ্ন মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগরে একটি ড্রেন থেকে এগুলো উদ্ধার করা হয়।

স্থানীয় সাইকেল মিস্ত্রি আনিছুর রহমান জাগো নিউজকে বলেন, আমি সন্ধ্যায় প্রকৃতির ডাকে সাড়া দিতে ড্রেনের পাশে যাই। এসময় ড্রেনের মধ্যে একটি বস্তায় হরিণের শিং জাতীয় কিছু দেখতে পেয়ে স্থানীয় নৌপুলিশকে খবর দেই। পরে নৌপুলিশের সদস্যরা এসে এগুলো উদ্ধার করেন।

নৌপুলিশের উপ-পরিদর্শক (এসআই) তারেক বিশ্বাস জাগো নিউজকে বলেন, পরিত্যক্ত অবস্থায় চার জোড়া হরিণের শিং ও একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে। হরিণের শিংগুলো বনবিভাগের কাছে হস্তান্তর করা হবে।

আহসানুর রহমান রাজীব/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।