খাদ্যবান্ধব কর্মসূচি
চালের বদলে টাকা দিচ্ছেন আওয়ামী লীগ নেত্রী
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ কেজি চালের বদলে উপকারভোগীদের ৩০০ টাকা করে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার সত্যতা পাওয়ায় মিনার আক্তার নামে এক ডিলারের ১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ওই ডিলারের গুদাম সিলগালা করা হয়।
মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার নওপাড়া বাজারে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাবেরী জালাল।
মিনার আক্তার উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এবং নওপাড়া ইউনিয়নের কাউরাট (গণিতাশ্রম) গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, দেশের হতদরিদ্র ও অসহায় মানুষের খাদ্য চাহিদা পূরণের লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেওয়া বিশেষ একটি উদ্যোগ খাদ্যবান্ধব কর্মসূচি। এ কর্মসূচির আওতায় কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের ডিলার মিনার আক্তার ২৯৮ জন উপকারভোগীর মধ্যে চাল বিক্রি করেন।
প্রতি কার্ডধারীর কাছে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল বিক্রির নিয়ম আছে। কিন্তু ডিলার মিনা আক্তার ৩০ কেজি চালের বদলে সুবিধাভোগীদের নগদ ৩০০ টাকা করে দেন বলে অভিযোগ ওঠে। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে অভিযান পরিচালনা করেন ইউএনও। এ সময় তিনি মিনা আক্তারকে ১ হাজার টাকা জরিমানাসহ গুদাম ঘরটি সিলগালা করে দেন।
তবে ডিলার মিনা আক্তার বলেন, ‘আমি কোনো সুবিধাভোগীকে টাকা দেইনি। সবাইকে চালই দেই। তবুও কিছু লোক আমার বিরুদ্ধে লেগেছে। তারা মিথ্যা প্রচার দিয়ে আমাকে হয়রানি করছে।’
এ বিষয়ে ইউএনও কাবেরী জালাল বলেন, মিনা আক্তারের ডিলারশিপ বাতিলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এইচ এম কামাল/এসজে/এএসএম