ঈদ উপহার পেলেন মোংলা বন্দরের ৩৮০০ শ্রমিক-কর্মচারী

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৪:২৭ পিএম, ১২ এপ্রিল ২০২৩

মোংলা বন্দরের তিন হাজার ৮০০ শ্রমিক-কর্মচারীকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। বুধবার (১২ (এপ্রিল) দুপুরে তাদের হাতে খাদ্য সহায়তা তুলে দেন মোংলা বন্দর, কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন এবং বার্থ ও শিপ অপারেটর অ্যাসোসিয়েশন।

এসময় মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী, বার্থ ও শিপ অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ জাহিদ হোসেন, সহ-সভাপতি এমএ বাতেন, সহ-সাধারণ সম্পাদক মোস্তফা জেসান ভুট্টো, মো. মহসিন, কোষাধ্যক্ষ আফসার উদ্দিন রতন, উপদেষ্টা এসএম মোস্তাক মিঠু, সদস্য এইচ এম দুলাল, মশউর রহমান, শেখ কামরুজ্জামান জসিম ও মাহবুবুর রহমান টুটুল এবং মোংলা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সুলতান হোসাইন খাঁন।

আরও পড়ুন: ওজনে কারচুপি, চাল ব্যবসায়ীর জরিমানা 

শ্রমিক-কর্মচারীদের ঈদ উপহার হিসেবে ১০ কেজি চাল, এক কেজি পোলাও চাল, দুই কেজি ডাল, দুই কেজি চিনি, এক লিটার তেল, দুই প্যাকেট সেমাই, এক পিস সাবান, গুঁড়ো দুধ ৫০০ গ্রাম ও এক কেজি লবণ।

রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী বলেন, প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টা ও নৌপরিবহন মন্ত্রণালয়ের দিক নির্দেশনার ফলে মোংলা বন্দরে এখন স্বর্ণ যুগ। পদ্মা সেতু চালু হওয়াতে চট্টগ্রামের তুলনায় মোংলা বন্দরে থেকে ঢাকার দূরত্ব ১০০ কিলোমিটার কমে গেছে। এখন মাত্র তিন থেকে সাড়ে তিন ঘণ্টায় মোংলা বন্দর থেকে পণ্য ঢাকায় পৌঁছে যাচ্ছে। রেল চালু হলে বন্দরের কর্মযজ্ঞ আরও বাড়বে। সরকারের সদিচ্ছায় বন্দরকে ঘিরে নানা প্রকল্পের কাজ চলমান। শ্রমিক-কর্মচারীই এ বন্দরের বড় শক্তি। তাই সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মোংলা বন্দরকে আরও এগিয়ে নিতে হবে।

আবু হোসাইন সুমন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।