ফেনীতে শিবির সন্দেহে গ্রেফতার ২৬ জন কারাগারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৯:২৭ পিএম, ১২ এপ্রিল ২০২৩

ফেনীতে শিবির সন্দেহে গ্রেফতার ২৬ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (১২ এপ্রিল) দুপুরে ফেনীর সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আশিকুর রহমান তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

নাশকতার উদ্দেশ্যে বৈঠকরত অবস্থায় তাদের আটক করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেফতার দেখানো হয়।

jagonews24

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের ফোকাস কোচিং সেন্টারে অভিযান চালিয়ে শিবির সন্দেহে ওই ২৬ জনকে আটক করে ডিবি পুলিশ। পরে ফেনী মডেল থানায় পাঠানো হলে পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নাশকতা মামলা করে।

মামলার এজাহারে বলা হয়েছে, নাশকতার পরিকল্পনা করার জন্য ফোকাস কোচিং সেন্টারে শিবির কর্মীরা একত্রিত হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ফেনী কোর্ট পুলিশের পরিদর্শক গোলাম জিলানী বলেন, তদন্তের স্বার্থে আরও তথ্যের জন্য তাদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত আগামী সোমবার শুনানির দিন ধার্য করে সব আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আবদুল্লাহ আল-মামুন/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।