পরকীয়া সন্দেহে স্ত্রীকে গলা টিপে হত্যা, স্বামীর কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৩:১৭ পিএম, ১৩ এপ্রিল ২০২৩

লক্ষ্মীপুরে পরকীয়া সন্দেহে স্ত্রীকে গলা টিপে হত্যার দায়ে স্বামী আরমান হোসেন আরিফকে (৩০) ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বেলা ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রায়ের সময় আসামি আরিফ আদালতে উপস্থিত ছিলেন। আদালত তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আরিফ সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পশ্চিম শেরপুর গ্রামের চৌকিদার বাড়ির মৃত আমির হোসেনের ছেলে।

এজাহার ও আদালত সূত্র জানায়, আরিফের সঙ্গে একই উপজেলার জাহানাবাদ গ্রামের হাসান আহম্মেদের মেয়ে লামিয়ার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০১৭ সালের ১৭ ডিসেম্বর তারা বিয়ে করেন। তবে বিয়ের পর থেকে স্ত্রীর সঙ্গে অন্যান্য ছেলেদের পরকীয়ার সম্পর্ক আছে বলে সন্দেহ করতেন আরিফ। লামিয়াও মোবাইল ফোনে পরপুরুষের সঙ্গে কথা বলতো। আরিফ নিষেধ করলেও তিনি শুনতেন না। এনিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এ কারণে বিভিন্ন সময় আরিফ তাকে মারধর করতেন। এ ঘটনায় লামিয়া আত্মহত্যার চেষ্টাও করেছিলেন। তখন বাড়ির লোকজন তাকে রক্ষা করেন।

পরকীয়ার সন্দেহে ২০১৮ সালের ২৯ সেপ্টেম্বর রাতে আরিফ তার স্ত্রী লামিয়াকে মারধর করে গলা চেপে ধরেন। এতে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে আরিফ একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে তাকে হাসপাতালে নেওয়ার পথে তিনি (লামিয়া) মারা যান।

পরে মরদেহ বাড়িতে এনে বসতঘরে রেখে পালিয়ে যান আরিফ। এসময় তার অন্য স্বজনরাও গা ঢাকা দেন। তবে আরিফ তার শাশুড়ি সুফিয়া আক্তারকে জানান, লামিয়া অসুস্থ। পরে তিনি এসে দেখেন ঘরে লামিয়ার মরদেহ পড়ে আছে। এ ঘটনায় সুফিয়া আক্তার বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় আরিফ, তার ভাই মো. সফিক ও বোন জেসমিন আক্তারের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

২০১৯ সালের ১০ জুলাই আরিফকে গ্রেফতার করে পুলিশ। তখন আরিফ পুলিশের কাছে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন। আদালতেও হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

২০১৯ সালের ৫ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা ও চন্দ্রগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান অভিযুক্ত আরিফের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। মামলার অন্য দুই আসামি সফিক ও জেসমিনকে মামলার দায় থেকে অব্যাহতির আবেদন করা হয়। দীর্ঘ শুনানি ও সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।

কাজল কায়েস/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।