বাগেরহাটে তিন মিষ্টি দোকানিকে ৩৭ হাজার টাকা জরিমানা
বাগেরহাটে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাব-৬ যৌথ অভিযানে তিনটি প্রতিষ্ঠানে ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে জেলার মোংলা উপজেলার দিগরাজ বাজারের বিভিন্ন হোটেল ও মিষ্টি তৈরির কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান, র্যাব-৬ এর সদর কোম্পানির স্কট কমান্ডার ফ্লাইট লে. মো. রাসেলসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাগেরহাট ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, মোংলা উপজেলার দিগরাজ বাজারে বিভিন্ন হোটেল ও মিষ্টি তৈরির কারখানায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভাই ভাই ঘোষ ডেয়ারিকে ৭ হাজার টাকা, আদি ঘোষ ডেয়ারিকে ১০ হাজার টাকা এবং সাতক্ষীরা ঘোষ ডেয়ারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে পঁচা বাসি মিষ্টি ও মিষ্টি তৈরির মালামাল ধ্বংস করা হয়।
এসজে/জেআইএম