অবৈধভাবে সার মজুত, সাবেক ইউপি চেয়ারম্যান আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০৯:২৮ পিএম, ১৩ এপ্রিল ২০২৩

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অবৈধভাবে মজুত ২৬৩ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় স্থানীয় সার ডিলার ও সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা জামান রাজুকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকেলে উপজেলার বুড়াবুড়ি সরকারপাড়া গ্রাম থেকে এসব সার জব্দ করেন উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, বিসিআইসির সার ডিলার মেসার্স রুম্পা ট্রেডার্সের সত্ত্বাধিকারী সাবেক চেয়ারম্যান মোস্তফা জামান রাজুর শিলাইকুঠি বাজারের গুদামে সার না রেখে চা বাগান ও একজনের বাড়িতে অবৈধভাবে সার মজুত করেছেন। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে বুড়াবুড়ি ইউনিয়নের তার চা বাগানের একটি ঘর থেকে ৯০ বস্তা এবং ফজলুল হক নামে আরেক ব্যক্তির বাড়িতে ১৭৩ বস্তা সার অবৈধ মজুতের অভিযোগে জব্দ করা হয়।

আরও পড়ুন: সার মজুত: ইউপি সদস্যের ৩০ হাজার টাকা জরিমানা

এ সময় সার ডিলার ও সাবেক চেয়ারম্যান মোস্তাফা জামান রাজু বলেন, আমি একজন সারের ডিলার। আমি চুরি বা ডাকাতি করিনি। বুধবার ইউরিয়া সারের জন্য টাকা পেমেন্ট করে বাজারে গোডাউন না পাওয়ায় চা বাগানের ঘরে রাখতে হয়েছে। এ বিষয়ে কোনো আইন জানা না থাকায় এভাবে রেখেছিলাম।

অবৈধভাবে সার মজুত, সাবেক ইউপি চেয়ারম্যান আটক

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, সার জব্দের ঘটনায় বিসিআইসির ডিলার মেসার্স রুম্পা ট্রেডার্সের মোস্তফা জামান রাজুকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ওসি) সোহাগ চন্দ্র সাহা বলেন, বিসিআইসির ডিলার মোস্তফা জামান রাজু তার গোডাউনে সার না রেখে বাজারে কৃত্রিম সার সংকট তৈরির চেষ্টা করেন। তিনি বেশি দামে বিক্রির জন্য অবৈধভাবে ২৬৩ বস্তা সার মজুত করে রাখেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা করা হবে।

সফিকুল আলম/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।