ইউপি সদস্যের এক বছরের ভাতায় ইমাম-মুয়াজ্জিনদের ঈদ উপহার
ইমাম-মুয়াজ্জিনদের ঈদ উপহার তুলে দিচ্ছেন ইউপি সদস্য কামরুল ইসলাম
লক্ষ্মীপুর সদর উপজেলায় এক বছরের ভাতা দিয়ে ১০টি মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের ঈদ উপহার দিয়েছেন কামরুল ইসলাম সরকার নামে স্থানীয় এক ইউপি সদস্য।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে করাতিরহাট বাজারে কামরুলের ব্যক্তিগত কার্যালয়ে আলোচনা সভা শেষে ইমাম-মুয়াজ্জিনদের হাতে ঈদ উপহার তুলে দেন তিনি। কামরুল সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য। একই সঙ্গে তিনি চররমনী মোহন ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ও সদর উপজেলা মেম্বার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক।
কামরুল ইসলাম সরকার বলেন, ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর নিজ এলাকাসহ আশপাশের ওয়ার্ডে সরকারি অর্থায়নে ৩৪টি উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করেছি। এক বছরে আসি পরিষদ থেকে প্রায় ৪১ হাজার টাকা ভাতা পেয়েছি। সে টাকায় স্থানীয় ইমাম-মুয়াজ্জিনদের ঈদ উপহার দিয়েছি।
কাজল কায়েস/এসজে/জেআইএম