চলছে নিষেধাজ্ঞা

মেঘনায় যাত্রীবাহী লঞ্চ থেকে ২০০ মণ মাছ জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ১২:৩১ পিএম, ১৪ এপ্রিল ২০২৩
জব্দ মাছ এতিমখানা ও অসহায়দের বিতরণ করে কোস্টগার্ড

ভোলায় মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চ থেকে ৮ হাজার কেজি (২০০ মণ) পোয়া, ছুরিসহ বিভিন্ন প্রকার মাছ জব্দ করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে ভোলার ইলিশা ও মেহেন্দির কালিগঞ্জ সংলগ্ন মেঘনা নদী থেকে যাত্রীবাহী লঞ্চ তাসরিফ-১ থেকে মাছগুলো জব্দ করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কেএম শাফিউল কিঞ্জল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে মাছ জব্দ করে। আজ সকালে ইলিশা মেঘনা নদীর তীরে মৎস্য বিভাগের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও দুস্থদের মাছগুলো বিতরণ করা হয়।

ইলিশের অভয়াশ্রম হওয়ায় ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ইলিশা থেকে চর পিয়াল ৯০ কিলোমিটার মেঘনা নদী ও ভেদুরিয়া থেকে চর রুস্তম ১০০ কিলোমিটার তেঁতুলিয়া নদীতে সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

জুয়েল সাহা বিকাশ/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।