ঝিনাইদহে শিশু হত্যায় একজনের মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৪:১৪ পিএম, ১৬ এপ্রিল ২০২৩

ঝিনাইদহের হরিনাকুণ্ডে শিশু হত্যায় আসাদুল ইসলাম নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার (১৯ এপ্রিল) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আব্দুল মতিন এ রায় দেন।

আসাদুল ইসলাম উপজেলার কাপাশহাটিয়া গ্রামের শাহজাহান মণ্ডলের ছেলে। রাষ্ট্রপক্ষের এপিপি অজিত কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানায়, হরিনাকুণ্ডু উপজেলার কাপাশপাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র আসাদ হোসেন ২০১৩ সালের ১২ জুলাই বিকেলে বাড়ির পাশে খেলা করছিল। পরে ওই মাসের ১৮ তারিখ সকালে পাশের শিশেরদাড়ি মাঠের পাটক্ষেত থেকে শিশুটির অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: অবৈধ মজুতের শাস্তি মৃত্যুদণ্ড

নিহতের মা আরজিনা খাতুন হরিনাকুণ্ডু থানায় অজ্ঞতনামাদের আসামি করে একটি হত্যা মামলা করেন। সেই মামলায় পুলিশ তদন্ত শেষে ২০১৪ সালের ১৭ জানুয়ারি আসামি আসাদুলের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। চার্জশিটের পর দীর্ঘ শুনানি শেষে জড়িত প্রমাণ পাওয়াই আসামি আসাদুল ইসলামকে মৃত্যুদণ্ড প্রদান করেন আদালত।

আব্দুল্লাহ আল মাসুদ/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।